নবিজী কে ভালোবাসার জন্য আমাদের ভালো মুসলমান হওয়ার প্রয়োজন নাই। পৃথিবীর সবচেয়ে খারাপ মুসলমানও নবিজী কে নিঃশর্ত ভালোবাসতে পারে। এই ভালোবাসা বা আবেগ নিয়ে প্রশ্ন তোলার কোন সুযোগ নাই। আমরা আমাদের বাবা মায়ের অনেক কথাই শুনি না। তার মানে এই না যে আমি আমার মা বাবাকে ভালোবাসতে পারবো না। এখন, কেউ যদি আমার মা-বাবা কে নিয়ে খারাপ কথা বলে, ছেলে হিসেবে আমার ট্রিগার্ড হওয়া স্বাভাবিক। সামর্থ্য অনুযায়ী প্রতিক্রিয়া দেখানো স্বাভাবিক। সেই প্রতিক্রিয়া দেখে আপনি কোনভাবেই বলতে পারবেন না, তুই তো ভালো ছেলে না। মা-বাবার কথা শুনিস না। তোর মা বাবাকে আমি গালি দিলেই বা তোর কী? মা-বাবা কে ভালোবাসার জন্য যেমন ভালো সন্তান হওয়া জরুরি না, পৃথিবীর সবচে খারাপ ছেলেটাও যেমন মা বাবাকে ভালোবাসতে পারে, প্রোটেক্ট করতে পারে, তেমন, নবিজীকে ভালোবাসতে হলেও গুড মুসলিম হওয়ার প্রয়োজন নাই। ভালোবাসার মানুষের ব্যাপারে পজেসিভনেস হিউম্যান ন্যাচারের অংশ। নবিজী যেহেতু আমাদের কাছে আবেগের সর্বোচ্চ একটা জায়গা, কাজেই নবিজীকে নিয়ে টু শব্দ করলেও আমাদের গায়ে লাগবে, এটা স্বাভাবিক। আমরা আমাদের মা বাবা, ভাই বোন, স্ত্রী সন্তানদের ব্যাপারে যতট
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন